মনপুরা প্রতিনিধি ।। ভোলার মনপুরায় ঢাকা ফেরত করোনা আক্রান্ত সেই যুবকের প্রথম নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। শনিবার সকালে স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ এই তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত ২৯ এপ্রিল বুধবার প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত যুবকের প্রথম নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে ১ মার্চ শুক্রবার রাতে ওই আক্রান্ত যুবকের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তবে ওই যুবক সুস্থ্য রয়েছেন বলে জানান তিনি।মেডিকেল টিমের প্রধান ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, শনিবার ২য় ধাপে নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে ওই যুবককে আইসোলেশনে থেকে বাড়িতে পাঠানো হবে। এছাড়াও ওই যুবকের পরিবারের ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের ফলাফল নেগেটিভ আসে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাতে ঢাকা ফেরত যুবকের করোনা পজেটিভ আসলে রাতেই আক্রান্ত যুবককে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ওই যুবক উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ঢাকায় ফুড পান্ডায় চাকরী করতেন।