ভোলায় হাসপাতালের চার ও পাসপোর্ট অফিসের এক দালাল আটক

0
23

বিশেষ প্রতিনিধি ভোলা নিউজ ২৪ ডট কম ভোলা সদর হাসপাতালে রোগী হয়রানির অভিযোগে চার দালালের ১৫ দিন করে কারাদন্ড ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক দালালে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধূরী এ রায় দেন। দন্ডাপ্রাপ্তরা হলেন, পৌর কাঠালি এলাকার মোঃ রাকিব (২৫), একই এলাকার মোঃ শুভ (২১), আলীনগর এলাকার মোঃ আহাদ (২৫) ও ভদ্রপাড়া এলাকার মোঃ হোসেন (৩০)।

জানা যায়, সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে কয়েকটি দালাল চক্র রোগীদের নানা রকম হয়রানি করে আসছিলো। সেই অভিযোগে র‌্যাব ও পুলিশকে নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা হয়। এ সময় রোগীদের হয়রানির অভিযোগে চার জনকে আটক করে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদলত।

অন্য দিকে ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল চক্রের এক জনকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি মোঃ আঃ হাদি এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হাসপাতাল ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল আটক, কারাদন্ড এবং জরিমানা করার ঘটনায় স্বস্থি ফিরেছে ভুক্তভোগীদের মাঝে।

 

LEAVE A REPLY