ইয়াছিনুল ঈমন ,ভোলা নিউজ ২৪ ডট নেট:
ভোলার দৌলতখান উপজেলায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই রবিবার দৌলতখান আবু আব্দুল্লাহ সরকারি কলেজে এ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ।
আবু আব্দুল্লাহ সরকারি কলেজের অধ্যক্ষ এসএম ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান থানার ওসি মোঃ এনায়েত হোসেন সহ উক্ত কলেজের ছাত্র ছাত্রী এবং শিক্ষকবৃন্দ।
স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় সভার প্রধান অতিথি ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ মাদক, ইভটিজিং, এসিড নিক্ষেপ, বাল্যবিবাহ, জংগি, সাইবার অপরাধ, ৯৯৯ ফোন সার্ভিস সহবিভিন্ন সার্ভিস সম্পর্কিত ধারনা দেন পাশাপাশি সামাজিক অপরাধ রোধে সকলকে সর্তক হওয়ার আহবান জানান এবং ভোলা পুলিশ জনগনের যে কোন সমস্যা মোকাবেলায় সর্বধা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
সভায় অাগত অন্যান্য অতিথিরা স্টুডেন্টদের বিভিন্ন কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারনা দেন।