ভোলায় শহরে একদিকে উচ্ছেদ অন্যদিকে দখল

0
0

ভোলা নিউজ ২৪ ডটকম ::  ভোলা সদর রোড,চকবাজারসহ বেশ কয়েকটি স্থানে উচ্ছেদ অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা জরিমানা করাসহ উচ্ছেদ করা হয়।এঘটনাকে স্বাগত জানিয়েছে পথচারীরা।
আজ সন্ধ্যার সময় ভোলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান এর নেতৃত্বে পুলিশ শহরের রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শরুকরে। দীর্য দিন ধরেই কতিপয় ব্যবসায়ীরা রাস্তার পাশে এবং পৌরসভা থেকে করে দেয়া ফুটপাত দখলে নিয়ে ব্যবসা করে আসছে। এসময় পথচারীদের চলাচলে খুবই সমস্যা হয়। এসব অবৈধ দখলদারদের বলা হলেও তারা উল্টে পথচারীদের সাথে খারাপ আচরন করে আসছে। শুধু তাই নয় নিয়মিত দখলে রেখে ব্যবসা করায় পথচারারীদের চলাচলে খুবই সমস্যা হয়। অভিযোগ রয়েছে স্থানীয় একটি গ্রুপ এদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকে। অপশেষে বিষয় প্রশাসনের নজরে আনা হলে গতকাল সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান এর নেতুত্বে পুলিশ সদস্য উচ্ছেদ অভিযানে বের হয়। এসময় তারা রাস্তার দুই পাশের অভৈধ দখলদার ও ফুটপাত দখলদারদের জরিমানা এবং উচ্ছেদ করে। তবে লক্ষ্যনয়ি বিষয় হচ্ছে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে যারা কেউ ঐ স্থান ছেড়েই যায়নি। তবে এধনের অভিযানকে স্বাগত জানিয়েছে পথচারীরা।

LEAVE A REPLY