ভোলায় ভালোবাসা দিবসে মঞ্চ মাতালো ওয়ারিয়ার্স ব্রান্ড

0
185
ভোলা নিউজ২৪ডটকম॥ভোলার জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারিয়ার্স প্রতিষ্ঠান ৬ষ্ঠ বর্ষে পদাপর্ন করে। এ উপলক্ষে বিশ্ব ভালোবাসা দিবসে বাংলা স্কুল মাঠে কনসার্টের আয়োজন করা হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় বাংলাস্কুল মাঠে অনুষ্ঠিত কনসার্টে ওয়ারিয়ার্স ব্যান্ডের প্রতিষ্ঠাতা রায়হান, হৃদয়, নিলয়, আসিফ মাহমুদ মার্সেল, আবিদুল আলম আবিদ, তালহা তালুকদার বাঁধন, বাংলার জনপ্রিয় ব্যান্ড ও আধুনিক গান গেয়ে মঞ্চ মাতিয়ে তোলেন। সন্ধ্যার পর থেকে একের পর এক শিল্পীরা এসে পুরানো ও আধুনিক গান গেয়ে রাত ১১টা পর্যন্ত আগত দর্শকদেরকে মুগ্ধ করেন। মিউজিশিয়ান হিসেবে শিল্পীদের গান পরিবেশনে সহযোগিতা করেন, নির্জর, রনি, সৌরভ, টুটুল, সাজ, মাহিম। তাদের মিউজিকের তালে তালে শিল্পীরা ধরাজ কন্ঠে গেয়ে উঠেন বাংলার জনপ্রিয় সব গান।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, ভোলা লেডিস ক্লাবের সেক্রেটারী খাদিজা আক্তার স্বপ্ন, আবৃত্তি শিল্পী রেহানা ফেরদৌস, টুটুল স্মৃতি সংঘের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম টুটুল, ডিআইও ওয়ান জাকির হোসেন, এনটিভি স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, ভোলানিউজ-২৪ এর নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমি, প্রমুখ। এসময় হাজার হাজার ¯্রােতা শিল্পীদের সাথে গেয়ে-নেচে আনন্দ করেন।
বিভো ভ্যালেন্টটাইন ডে কনসার্টে মিডিয়া পার্টনার ছিলো দৈনিক আজকের ভোলা ও অনলাইন ভোলানিউজ২৪ডটনেট। কনসার্টে স্পন্সর ছিলেন, দি সাউদার্ন পোর্ট ক্যাফে এন্ড আইসক্রীম বার ও নবারুন সেন্টার।
ওয়ারিয়ার্স ব্যান্ডের প্রতিষ্ঠাতা রায়হান বলেন, ওয়ারিয়ার্স ব্যান্ড দলটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কনসার্টের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে। ভোলাসহ বিভিন্ন স্থানে কনসার্ট করে আসছে ওয়ারিয়ার্স ব্যান্ড দল। আগামী দিনে ওয়ারিয়ার্স ব্যান্ড ভোলার সংগীতাঙ্গনে ভুমিকা রাখবে। এজন্য সকলের সযোগিতা কামনা করেন তিনি।

LEAVE A REPLY