ভোলা নিউজ২৪ডটকম।।করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বুধবার (৩১মার্চ)ভোলা সদরের ব্যাংকের হাট বাজারে স্বাস্থ্য বিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইলে কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান।সে সময় তিনি ৩৭ টি মামলায় মোট ৮৩০০ টাকা জরিমানা করে এবং পথচারীদের কে মাস্ক বিতরণ করেন।
ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান বলেন,করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করার জন্যই আমরা এ অভিযান পরিচালনা করেছি।এছাড়াও মাস্ক বিহীন জনসাধারণের মাঝে প্রায় ৪ শ মাস্ক বিতরণ করেছি।এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জানা যায়,করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ার কারনে প্রধানমন্ত্রীন কার্যলয়েন ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভোলার নাবাগত জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী নেতৃত্বে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে মাস্ক বিহীন জনসাধারনকে জরিমানা আদায় করা হয়। এ সময় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।