আদিল হোসেন তপু।। ভোলায় বাল্য বিয়ে রোধে কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রবিবার (৭ জুলাই) বিকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ফয়ছেল। ইউনিসেফ এর সহায়তায় কিশোর-কিশোরী কাবের অংশগ্রহনে কোস্টট্রস্ট সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ কার্যক্রম (আইইসিএম) আওতায় এ খেলার আয়োজন করা হয়। ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে পূর্ব ইলিশা ও শিবপুর ইউনিয়ন কিশোর কাব দল অংশগ্রহন করে। টান টান উত্তেজনাপূর্ন খেলায় ২-০ গোলের ব্যবধানে পূর্ব ইলিশা ইউনিয়ন কিশোর কাব চ্যাম্পিয়ন হয়েছে। দলের পে প্রথম গোল করেন আকিদ ও দ্বিতীয় গোল করেন মোক্তার হোসেন। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন আকিদ। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন।
বক্তারা বলেন, শিশুবিবাহ একটি সামাজিক ব্যাধি, তাই বাল্যবিবাহ রোধে সকলে এগিয়ে আসতে হবে। প্রত্যাক পরিবার থেকে বাল্য বিয়ে রোধে আওয়াজ তুলতে হবে। বিশেষ করে কিশোর সদস্যদের বাল্য বিয়ে রোধে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। আমরা বাল্য বিয়ে মুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি বাল্য বিয়ে মুক্ত ভোলা গড়তে চাই। এসময় বক্তরা বাল্য বিয়ে, ইভটিজিং ও মাদক কে না বলার জন্য কিশোরদের আহবান জানায়।