ভোলায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই মাছ শিকারের দায়ে আটক ২২

0
14
ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ২২ জেলেকে আটক করা হয়েছে।
সোমবার(১ মার্চ)রাতে আটক কৃতদের ভ্রম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়।
১ মার্চ থেকে ইলিশের অভয়াশ্রমে থেকে মাছ শিকার নিষেধাজ্ঞা শুরু হয়।এই নিষেধাজ্ঞার প্রথম দিনেই অভিযান চালিয়ে ভোলা জেলায়
মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে ২২ জনকে আটক করা হয়েছে।এ সময় উদ্ধার করা হয়েছে প্রায় ১টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ,২ টা বেহুন্ধি জাল , ১০ হাজার মিটার চর-ঘেড়া জাল, ৩০ হাজার মিটার কারেন্ট জাল। আটককৃত জেলেদের এক মাস করে জেল দেওয়া হয়েছে।
ভোলা জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে ঢাকা পোস্ট কে বলেন,অভয়াশ্রমে নিষেধাজ্ঞার প্রথম দিনে ভোলা জেলা মেঘনা ও তেতুলিয়া নদীতে জেলার সকল উপজেলায় মোবাইল কোট এবং অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ২২ জনকে আটক করা হয়েছে। আটক কৃতদের ভ্রম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। অভয়াশ্রমে মাছ শিকারের নিষেধাজ্ঞার অভিযান আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।

LEAVE A REPLY