ভোলায় কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষ!সটগান ও রামদার মহড়া

0
377

স্টাফ রির্পোটার, ভোলা নিউজ২৪ডটকম।।ভোলা পৌরসভার নির্বাচনে ৯নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ঘরবাড়িতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এসময় ভাংচুর করা হয়েছে উভয় পক্ষের ১১টি ঘর। এছাড়া বোমা ফাটিয়ে ও গুলি ছুড়ে রাতে এলাকায় আতংক ছড়ানোর অভিযোগ ওঠেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার রাত সাড়ে ১১ টায় ভোলা পৌরসভার ৯নং ওয়ার্ডের চরজংলা ও পিটিআই সংলগ্ন এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে কাউন্সিলর প্রার্থী মাইনুল ইসলাম শামীম ( উটপাখি প্রতীক) অভিযোগ করেন, রাত সাড়ে ১১ টায় পিটিআই সংলগ্ন এলাকায় তার ৫ সমর্থকের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ
টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী মাইনুল ইসলাম নাছিমের সমর্থকরা। এতে তাদের কয়েকজন আহত হয়েছে। একই সময়ে পাল্টা হামলা চালিয়ে চরজংলা সড়কের ভোকেশনাল সড়কে নাছিমের ৬ সমর্থকের ঘরবাড়ি ভাংচুরের অভিযোগে করেছেন কাউন্সিল প্রার্থী নাছিম।

এসময় ব্যাপক গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খরব পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, নির্বাচনী সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ তড়িত ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন অভিযোগ পেলে মামলা নিবেন।

এছাড়াও ভোলা শহরের ৬নং ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ায় কাউন্সিলর প্রার্থী আব্দুর রব এবং ওমর ফারুক এর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

LEAVE A REPLY