ভোলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ও জনসচেতনাতায় লিফলেট বিতরন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম এর নেতৃত্ব ভোলা উপজেলা পরিষদ চত্বর, ভোলা সদর হাসপাতালে জীবানুনাশক স্প্রে ও জনসচেতনাতায় মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরন করা হয়। ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা এই স্প্রে বিতরন করেন। এসময় তারা বিভিন্ন জানবাহন সহ শহরের গুরুত্ব পূর্ন পয়েন্ট স্প্রে করে থাকেন। ভোলা জেলা রেড ক্রিসেন্ট এর যুব সদস্যরা ৬ষ্ঠ দিনের মতো শহরকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তারা জীবাণুনাশক স্প্রে করে যাচ্ছেন। ভোলা ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম বলেন, করোনা সংক্রমন থেকে মুক্ত থাকতে হলে সবাইকে সচেতন থাকতে হবে। সচেতনতাই ও সামাজিক দূরত্বই পারে আমাদেরকে ঘাতক ব্যাধি করোনা হাত থেকে মুক্ত রাখতে। পাশাপাশি ভোলার বৃত্তবান মানুষদেরকে কর্মহীন দারিদ্র মানুষের পাশে দাড়াঁনোর আহবান জনায়। এসময় উপস্থিত ছিলেন- ইউনিট অফিসার তরিকুল ইসলাম,যুব প্রধান আদিল হোসেন তপু,যুব স্বেচ্ছাসেবক মাইনুল এহসান,মো: আব্দুল্লাহ নোমান,রহমান মিম,রাব্বি সহ প্রমুখ।