মো: আমিনুল ইসলাম ,ভোলা নিউজ ২৪ ডটনেট: ভোলায় আত্নসমার্পনের মধ্যদিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলো মাদক ব্যাবসায়ী ও সেবিরা।বুধবার বিকেলে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ, কমিউনিটি, বিট পুলিশিং ও আত্নসর্মাপন অনুষ্ঠানে বরিশাল রেন্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম এর নিকট তারা আত্নসর্মাপন করে। এসময় মাদক সেবী ও ব্যাবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা যানানো হয়। পরে তাদের কে শপথ বাক্য পাঠ করান হয়। এসব মাদক ব্যাবসায়ীদের পূর্ণ বাসিত কনা হয়েছে। আত্নসমার্পন কারীদের মধ্যে ভোলা সদরে ১৪ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ৮ জন, লালমোহনে ৪ জন, চরফ্যাশনে ১১ জন, মনপুরায় ২ জন, তজুমুদ্দিনে ৪ জন, শশীভূষনে ৪ জন, দক্ষিন আইচা থানায় ৪ জন রয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন।প্রধান অতিথির বক্তব্য বরিশাল রেন্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, এতদিন যারা নঅন্ধকার সথে ছিলো তারা আজ আলোর পথে চলে এসেছে। স্বাভাভিক জীবনে ফিরে তারা জীবন-যাপন করবে। তাদের পূর্ন বাসিত করা হবে। গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সিনিয়ার জেলা ও দায়রা জজ মোঃ ফেরদৌস আহমেদ, জেলা প্রসাশক মোহাং সেলিম উদ্দিন, কোস্টগার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোসায়েদ, পৌর মেয়র মোহাম্মাদ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, জেলা টূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোস, সাংবাদিক এমএ তাহের।অনুষ্ঠানের উপস্থাপনা করেন সাংস্কৃতিকর্মী তালহা তালুকদার বাধঁন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের জন প্রতিনিধি, পৌর কাউন্সিলর, ৯ থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহন করেন। বক্তারা পুলিশে বিট, পুলিশিং কার্যক্রম ও মাদক দমনে পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করেন।