ভোলা নিউজ২৪ডটকম।।ধর্মঘটের কারণে দেশে দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর সদরঘাটে আসা লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঘোষণা ছাড়াই লঞ্চের ভাড়া দেড় থেকে দুইগুণ বাড়ানো হয়েছে, বলছেন যাত্রীরা।
এর আগে, নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর দাবি জানায় মালিক সমিতি।দাবি মানা না হলে, শনিবার দুপুরের পর সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করা হবে, জানায় তারা।
পরিবহন ধর্মঘটের কারণে রাজধানীর সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে যাত্রীর চাপ দেখা গেছে। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ বেশির ভাগ যাত্রীর। এছাড়াও, ঢাকায় পৌঁছানোর পর নির্দিষ্ট গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়ছেন তারা।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে লঞ্চ ভাড়ায়। আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া হলেও, আগের চেয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
এছাড়া কাউন্টারে টিকিট না থাকলেও কালোবাজারে বেশি দামে পাওয়া পাচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। লঞ্চের কর্মীরাই এ কাজে জড়িত বলছেন তারা।
মালিক পক্ষ জানিয়েছে, তেলের দাম বৃদ্ধির কারণে কিছুটা ভাড়া বেড়েছে। তবে নতুন দাম কার্যকরের বিষয়ে বিআইডব্লিউটিএর সাথে বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।
এদিকে, ঢাকায় পৌঁছানোর পর নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।