ভোটাররা ব্যালটে বিএনপির অত্যাচার নির্যাতনের জবাব দেবে -ভোলায় বাণিজ্যমন্ত্রী

0
326
অমি আহমেদ,ভোলা নিউজ২৪ডটনেট ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপির আমলের সকল অত্যাচার নির্যাতনের জবাব দেবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার (১০ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার সব বড় প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছিল। দেশের অর্থ দিয়ে পদ্মা সেতুর কাজ চলছে। পায়রা বন্দর করেছে।আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বড় প্রকল্পগুলো আবার চালু করেছে।

তিনি আরো বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ভোলা নদী ভাঙন রোধে ২২শ’ কোটি টাকার কাজ চলমান রয়েছে।

বানিজ্যমন্ত্রি ২০০৮ সালে দিন বদলের অঙ্গীকার করেছিলাম। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। এ বিষয়গুলো সামনে রেখে এবার যে নির্বাচনী ইশতেহার দিবে তা হবে ঐতিহাসিক। একটি সরকার বারবার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। এরইমধ্যে গ্রাম শহরে রূপান্তর হয়েছে।

সে সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা জেলা আঃলীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

LEAVE A REPLY