স্টাফ রিপোর্টার :‘জাটকা রক্ষা অভিযান উপলক্ষে কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক তৎপর ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী, দক্ষিণ জোন সিজি বেইস ভোলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে বের হয়। অভিযান চলাকালিন সময়ে ইউএনও লক্ষিপুর ও কমল নগর মৎস্য কর্মকর্তা সহিত লক্ষিপুর জেলার কমলনগর থানার মতির হাট ও হলপাড়া এলাকায় অভিযান করে আনুমানিক ৯ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য আনুমানিক তিন কোটি পনের লক্ষ টাকা। এছাড়াও স্টেশান হাতিয়া কুরালিয়া, চরচেংগা, জাহাজমারা ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫০ টি বেহুন্দী জাল ও ৫০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে। যার বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশের ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড বাহিনী, দক্ষিণ জোনের অভিযান অব্যাহত থাকবে।