ভোলার কোস্ট গার্ড দেশীয় অস্ত্রসহ দুই জন ডাকাত আটক করেছে

ভোলার কোস্ট গার্ড দেশীয় অস্ত্রসহ দুই জন ডাকাত আটক করেছে

0
416

স্টাফ রিপোর্টার : ভোলার কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লেঃ সৈয়দ গালিব আহমেদ রুমি এর নেতৃত্বে কালিগঞ্জ হতে আনুমানিক সকাল সাড়ে ৬টায় অভিযানে দল বের হয়। মেঘনা নদীতে ভোলা সদর থানার রাজাপুর নামক এলাকায় নৌ ডাকাতদের ধরতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালাতে থাকে। পালিয়ে যাওয়া বোটটিকে টহলদল দুইদিক থেকে ঘিরে ফেলে। পরে ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ডাকাত দলের সদস্য মোঃ জুয়েল ব্যাপারী (২০), পিতা মোঃ আমির হোসেন এবং মোঃ রহমত উল্লাহ (২৫), পিতা মোঃ মালেক হোসেন কে আটক করতে সক্ষম হয় এবং বাকি ৬ জন ডাকাত পালিয়ে যায়। পরবর্তীতে নৌকা তল্লাশী করে ৩টি দেশীয় ধারালো অস্ত্র (রামদা) জব্দ করে। জব্দকৃত নৌকা এবং আটককৃত ডাকাত ও অস্ত্র পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভোলা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY