ভোলার চরফ্যাশনে বিএনপি প্রার্থী আলম মনোনয়নপত্র জমা দিলেন

0
599

অমি আহমেদ,চরফ্যাশন থেকে ফিরে ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নাজিম উদ্দিন আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ ২৭ নভেম্বর বিকাল সোয়া ৩টায় ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: রুহুল আমিন এর কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় তিনি সার্বিক সহযোগীতা কামনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে। বলেন,মানুষ দীর্য দিন ভোট দিতে পারছে না।

তাদের ভোটাধিকার হরন করা হয়েছে। এবার সকলে ভোট দিতে চায়। ভোটাররা যাতে শান্তিপূর্ন পরিবেশে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার আহবান জানান। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: আলমগীর মালতিয়ার,সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম মিন্ট্রিজ ও জাকির হোসেন বাবলুসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ভোলা হয়ে সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা চরফ্যাশনে আসেন। এসময় হাজার হাজার মানুষ তাকে বিশাল সংবর্ধনা প্রদান করেন। এসময় সাবেক এমপি নাজিম উদ্দিন আলম নেতাকর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য দেন।

LEAVE A REPLY