ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী উদ্ধার

0
423

ভোলা নিউজ ২৪ ডট নেট : লিবিয়ার সমুদ্র উপকূল থেকে ইউরোপগামী ১০৫ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। রোববার স্পেনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রঅ্যাক্টিভা ওপেন আর্মস তাদেরকে উদ্ধার করে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, লিবিয়া, মিসর, নাইজেরিয়াসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উদ্ধার পাওয়া অভিবাসীরা জানান, মানব পাচারকারীরা তাদেরকে নিয়ে নৌকায় করে ইউরোপে যাচ্ছিলেন। পাচারকারীরা সাগরের মাঝখানে তাদের নৌযানের ইঞ্জিন খুলে নিয়ে চলে যায়।

প্রতিবছর লাখো অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। অনেকেই মাঝপথে নৌডুবিতে মারা গেছে। বেশির ভাগ ক্ষেত্রে নৌযানগুলো সমুদ্রপথের জন্য অনুপযোগী।

এর আগে গত শুক্র ও শনিবার ৪৭৬ অভিবাসীকে উদ্ধারের কথা জানিয়েছে স্পেনের সমুদ্র উপকূলে দ্বায়িত্বরত উদ্ধারকারী দল। তারা বলছেন, ১৫টি ছোট নৌকা থেকে এসব অভিবাসীকে তীরে নামানো হয়।

জাতিসংঘের মতে, চলতি বছর ভূমধ্যসাগর দিয়ে পাড়ি দেয়ার সময় ৬১৫ জন অভিবাসী নিহত হয়েছেন। মোট ২২ হাজার ৪৩৯ জন ইউরোপে পৌঁছেছেন।

LEAVE A REPLY