ভোলা নিউজ ২৪ ডটকম।। ফ্রান্সে বিশ্বনবীর অবমাননার প্রতিবাদে বাদজুম্মা ফুসে উঠেছিলো ভোলার গ্রামগঞ্জ আর মসজিদে মসজিদ। এসময় ধর্মপ্রান মুসলমানরা ফ্রান্সের পন্য বর্জনের দাবী জানান। একই সাথে ফ্রান্সের রাষ্ট্রদুতকে বহিস্কারের দাবী ইউঠে।
ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর অবমাননার প্রতিবাদে জুমার নামাজের পর ভোলা জেলার বিভিন্ন স্থানের মসজিদ গুলোতে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রান মুসল্লিরা। শুধু তাই বিক্ষোভ হয়েছে গ্রামগঞ্জেও।
ভোলা সদরে জুমার নামাজের পর ভোলা হাটখোলা জামে মসজিদের সামনে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা এসে জড়ো হয়। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড, বাংলা স্কুল মোর হয়ে নতুন বাজারে এসে শেষ হয়। এসময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বক্তারা বলেন রাসুলুল্লাহ (সা:) আমাদের জীবন হতেও প্রিয়। তার নামে কটুক্তি, তাকে ব্যাঙ্গ করলে আমাদের হৃদয় থেকে রক্ত ক্ষরন হয়। জীবন থাকতে আমরা এটা মেনে নিতে পারব না। এ সময় বক্তরা মুসলিম উম্মাহের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে দোয়া মুনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন জামিরালতা ফাজিল মাদ্রাসার মুহাদ্দিস মাও আবু জাফর। এসময় দল মত নির্বিশেষে বহু ধর্ম প্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।