বাংলাদেশে মিয়ানমারের হেলিকপ্টার ঢুকে পড়ায় কড়া প্রতিবাদ ঢাকার

0
520

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। রোহিঙ্গা সঙ্কটের মধ্যে আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের হেলিকপ্টার ঢুকে পড়ার কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। শুক্রবার মিয়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে ২৭ ও ২৮ আগস্ট এবং ১ সেপ্টেম্বর কয়েক দফা মিয়ানমার হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় এই প্রতিবাদ জানানো হয়।

মিয়ানমারে রাখাইনে নিপীড়নের শিকার হাজার হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকতে সীমান্তে জড়ো হয়। এরই মধ্যে উখিয়া সীমান্তে জড়ো হওয়া রোহিঙ্গাদের উপর দিয়ে উড়ে যায় মিয়ানমারের হেলিকপ্টার। বিষয়টি নজরে আসার পর কড়া প্রতিবাদ জানিয়ে ঢাকায় মিয়ানমার দূতাবাসে ‘ডিপ্লোম্যাটিক নোট’ পাঠানো হয়েছে।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, মিয়ানমার হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা প্রতিবেশীসুলভ নয়। এর ফলে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

LEAVE A REPLY