নয়াপল্টনে বিএনপির কালো পতাকা প্রদর্শন পন্ড,আলালসহ আটক অর্ধশত

0
417
বেগম খালেদা, সোহরাওয়ার্দী উদ্যান,rtvonline,

ভোলা নিউজ ২৪ ডটনেট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা দিবস প্রদর্শন কর্মসূচি থেকে আলালসহ অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে। এসময় পুলিশের জলকামান নিক্ষেপের ফলে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কয়েকজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত কালো পতাকা দিবস প্রদর্শন কর্মসূচি ছিল। সকাল সাড়ে নয়টা থেকে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে।বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, নেতা কর্মীরা যখন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে তখন পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ জলকামান নিক্ষেপ শুরু করে। এতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মিলনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, যেহেতু বিএনপি অফিসের সামনের রাস্তাটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা। তাই কোন কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়নি। কিন্তু তারপরেও যখন তারা জড়ো হতে থাকে তখন বাধ্য হয়েই তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২২ ফেব্রুয়ারি সমাবেশ করতে পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে  না পেয়ে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

LEAVE A REPLY