ঝড়ে মনপুরা মেঘনায় ট্রলার ডুবি

0
587

সহিদুল ইসলাম,মনপুরা : ভোলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাস আর ভাড়ী বৃস্টিতে মনপুরার মেঘনায় একটি মালবাহি ট্রলারসহ বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার সময় হঠাত করে শুরু হয় ঝড়ো বাতাস আর সেই সাথে বৃস্টি। কিছু বুঝে উঠার আগেই তজুমদ্দিন থেকে ছেড়ে যাওয়া সি-ট্রাকটিকে অনেকদুর ভাসিয়ে নিয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী। তবে রক্ষা হয়নি মালবাহি দুইবন্ধু নামের ট্রলারটি। একই সময় ডুবে গেছে নুরু মাঝি,রহমান মাঝি,নুরে আলম মাঝির ট্রলার মাঝির মাছ ধরার ট্রলার ডুবে যায়। তবে এসব ট্রলারে থাকা জেলেরা সাতিরয়া তীরে উঠতে পারায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এবিষয় মনপুরা থানার ওসি বলেন,ট্রলার ডুবির কোন খবর আমার জানানেই। দুর্গাপুজা নিয়ে ব্যস্ত আছি।

LEAVE A REPLY