ভোলা নিউজ২৪ডটকম।। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়ক জায়েদ খান ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার।
শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই অভিযোগ করেন তিনি।
নিপুণ বলেন, আমার কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, জায়েদ চাদরের নিচ দিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন। আমিও গেটে থাকব, দেখি কীভাবে ভোট কেনে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি বলেন, এখানে সিসি ক্যামেরা আছে।
তাছাড়া ভোট চাওয়া যেহেতু নিষেধ আমি থাকব না। উনাদের প্যানেলের ফেরদৌস ভাইও তো গেটে ছিলেন।
এসব হচ্ছে শিল্পীদের ছোট করার জন্য।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
প্রসঙ্গত, এবাবের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন চলচ্চিত্র শিল্পীরা। একটি প্যানেলে সভাপতি পদে রয়েছে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার।
এই নির্বাচনকে কেন্দ্রে করে এফডিসিতে বাড়ানো হয়ে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই এফডিসির প্রধান গেট থেকে শুরু করে ভোটকেন্দ্র পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ