সোহেব চৌধুরী চরফ্যাশন প্রতিনিধি।। ১৬মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯ উদযাপনে ভোলার চরফ্যাশনে কর্মরত বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক দৈনিকের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ভোলা সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আসাদুজ্জামান এবং চরফ্যাশনের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মারুফ হোসেন মিনার। মঙ্গলবার সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবে এসে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে ১৬ মার্চের কর্মসূচীর বিষয়ে সাংবাদিকদের অবগত করেন তারা। তারা জানান, ১৬মার্চ মৎস্য প্রতিমন্ত্রী আশ্রাফ আলী খান খসড়ৃ সামরাজ মাছ ঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাটকা সপ্তাহের উদ্বোধন করবেন। স্থানীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি সভায় বিশেষ অতিথি থাকবেন। মৎস্য ও প্রাণী সম্পদ সচিব রইছ উল আলম মন্ডল’র সভাপতিত্বে সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো.রাসেদুল হক স্বাগত বক্তব্য রাখবেন। এসময় তারা জাটকা সংরক্ষণ সপ্তাহকে ব্যাপক প্রচারের জন্য সংবাদকর্মীদের সহায়তা কামনা করেন। এসময় চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন,সাধারণ সম্পাদক মনির আহাম্মদ শুভ্রসহ বিভিন্ন দৈনিকে কর্মরত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং চরফ্যাশন মৎস্য অফিসের হিসাব সহকারী মো.আব্বাছ উদ্দিন উপস্থিত ছিলেন