চরফ্যাশনে মেঘনায় ট্রলার ডুবি১৬ জেলেকে জীবিত উদ্ধার

0
5

ভোলা নিউজ২৪ডটকম।। ১৬ জেলে নিয়ে চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্যঘাটের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।খবর পেয়ে ভোলা দক্ষিণ চরমানিকা ও মনপুরার কোস্টগার্ডের দুটি দল স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারসহ ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে। ওই ট্রলারের মালিক আবু সাঈদ চরফ্যাশন সামরাজ মৎস্যঘাটের হাজি জয়নালের মৎস্য আড়তে মাছ বিক্রি করে বলে সূত্রে জানা গেছে।

শনিবার (২৪জুলাই) বিকেলে মেঘনার মনপুরা এলাকায় ঝড়ের কবলে পড়ে ১৬ জেলে নিয়ে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয় জেলেরা জানান মনপুরা উপজেলার চরপিয়াল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটলেও ৪ঘন্টা পর দুর্ঘটনাকবলিত ওই ট্রলারসহ সকল জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

উদ্ধারকৃত জেলেরা হলেন, ট্রলার মালিক আবু সাইদ গাজি (৪৫), মাঝি আরজু (৫০), জেলে আরিফ (২৮), সাগর(২৫), সিরাজ (৪০), আবুল বারী (৫০), আখতার বকশি (৩০), শরিফ (২৫), সোহেল (৫০), গফুর (৩০), জাকির (২৫), আলতাফ (২৫), আলাউদ্দিন (৩০), আল আমিন (৩০), সুফিয়ান (২০) ও নাসির (২৫)। এরা সকলেই চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

চরফ্যাশন উপজেলার আবু সাইদ গাজীর এ ট্রলার চরপিয়াল সংলগ্ন মেঘনায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মাছ শিকার করার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন্স অফিসার লেফটেন্যান্ট শাফকাত জানান,
ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা জীবিত উদ্ধার করেছে বলেও জানান তিনি।

চর মানিকা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) বলেন, খবর পেয়ে চরফ্যাশন ও মনপুরার কোস্টগার্ডের দুটি ইউনিট ঘটনাস্তহল থেকে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে তাদের আত্মীয় স্বজন দের নিকট হস্তান্তর করা হয়েছে। চরফ্যাশনের স্থানীয় জেলেরা সন্ধ্যায় ভাটার সময় ওই ট্রলারটি উদ্ধার করে ইতিমধ্যে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

LEAVE A REPLY