ভোলা নিউজ ২৪ ডটকম :: ভোলার চরফ্যাশনের সিকদার চরে ৩জনের কাছে জিম্মি ৬শতাধিক পরিবার। এরা সকলেই সরকারের কাছে দাবী জানিয়েছেন,এই ভুমিদস্যুদের হাত থেকে হাত থেকে রক্ষা আর তাদের জমি ফিরে পেতে।
গতকাল ভোলার প্রেসক্লাবে এমন তথ্যদিয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতিতদের ভুমিহীন সমবায় সমিতি নামের সংগঠনটি। সংগঠনের সাধারন সম্পাদক আলম বাচ্চু এক লিখিত বক্তব্যে বলেন,চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নে অবস্থিত সিকদার চর। এখানে তারা দীর্যদিন ধরেই সরকারী ভাবে জমি লিজ নিয়ে ৬শতাধিক পরিবার বসাবস করে আসছে। তবে ঐ জমির উপর নজর পরে,এলাকার চিহ্নিত ভুমিদস্যু আসলাম,সোহেল ও মাহামুদুল হাসান মুঠু গংদের। তারা নিজেদের জমি দাবী করে একটি মামলা করে দেওয়ানী আদালতে। যে কারনে ২০০৬ সালের পর সরকার তাদেরকে আর ডিসিআর কেটে দিচ্ছে না। অপরদিকে ভুমিদস্যু গংরা চমি উচ্ছেদ করার জন্য প্রায় সময় হুমকি দিয়ে আসছে। যাতে সরকারী জমি ভাবে তাদেরকে ডিসিআর দেয়া,নিরাপত্তা দেয়া হয়,তার দাবী জানিয়েছেন সরকার এর কাছে। এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের সহসভাপতি আবুল কালাম ফরাজী,সদস্য এছাহাক মাঝি ও রুমা বেগম প্রমুখ।