চরফ্যাশন প্রতিনিধি ।।একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি পারে জলবায়ু পরির্তন মোকাবিলা করতে এই স্লোগান কে সামনে রেখে চরফ্যাশন উপজেলায় (৫ ও ৬ ডিসেম্বর ) ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উৎযাপন করা হয়।
বিজ্ঞান মেলায় চরফ্যাশন এর বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।মেলায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী, বির্তক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলায় সামাজিক সংগঠন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর সদস্যরা প্রতিজোগিতায় অংশ করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জন কারি প্রতিযোগিরা হলেন সামাজিক সংগঠন ইউথ পাওয়ার ইন বাংলাদেশ এর সদস্য ও চরফ্যাশন সরকারি কলেজের এক যাক ক্ষুদে বিজ্ঞানী সাফা, ইব্রাহিম, সানজা, তরিক দেওয়ান, সানজিদুলরা।
প্রতিযোগিতা শেষে চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন আখন তাদের হাতে পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠানে চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ জনাব কয়ছর আহম্মেদ দুলাল ক্ষুদে বিজ্ঞানীদদের শুভেচ্ছা, অভিনন্দন ও জ্ঞানমূলক দিক নিদের্শন দেন।