চরফ্যাশনে পুকুরে বিষ প্রয়োগ করে ২০লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা

0
400

চরফ্যাশন প্রতিনিধি।। চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বিষ প্রয়োগের মাধ্যমে মৎস্য নিধনের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার রাতে দুর্বৃত্তরা প্রায় ২০ লাখ টাকার পাঙ্গাশ মাছ মেরে ফেলে বলে দুলারহাট থানা সুত্রে জানা গেছে। দুলারহাট বাজারের ব্যবসায়ী ও নীলকমল ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়ার চাষকৃত মৎস খামারে বিষাক্ত কিটনাশক বিষ দিয়ে প্রায় ২০ লক্ষ টাকার এ মাছ মারা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী বলেন রাতেই গ্যাস ট্যবলেট দিয়ে কয়েক হাজার পাঙ্গাশ মাছ মারা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে দুলারহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারি জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখা হচ্ছে এর সাথে যারা জরিত তাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY