গিবসের অভিযোগ : কাশ্মীর প্রিমিয়ার লিগ খেললে ভারতে ঢুকতে দেবে না বিসিসিআই

0
5

খেলার রিপোর্ট :: বিতর্কে জড়াল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নাম। পাকিস্তানে আয়োজিত কাশ্মীর প্রিমিয়ার লিগে না খেলার জন্য তার ওপর নাকি চাপ সৃষ্টি করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এক টুইটে এমন অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস।

শুধু গিবস নন, আরেক প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের রশিদ লতিফও একই অভিযোগ করেছেন। আর এ নিয়েই উত্তাল ক্রিকেট দুনিয়া।

শনিবার সকালেই নিজের টুইটার হ্যান্ডেলে বিস্ফোরক পোস্টটি করেন হার্শেল গিবস।

তিনি লিখেন, ‘বিসিসিআই অপ্রয়োজনীয়ভাবে পাকিস্তানের সাথে তাদের রাজনৈতিক সমীকরণকে টেনে আনছে এবং আমাকে কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলতে বাধা দেয়ার চেষ্টা করছে। শুধু তাই নয় আমাকে হুমকি দিয়ে বলা হচ্ছে, ক্রিকেট সংক্রান্ত কোনো কাজের জন্য ভারতে ঢুকতে দেয়া হবে না।’

শুধু গিবস নন, প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফও টুইট করে অভিযোগ তুলে বলেছেন, অন্যান্য ক্রিকেট বোর্ডকেও কাশ্মীর প্রিমিয়ার লিগে না খেলার জন্য হুমকি দিচ্ছে বিসিসিআই।

লতিফ টুইটে লেখেন, বিসিসিআই বিভিন্ন ক্রিকেট বোর্ডকে হুমকি দিচ্ছে, তারা যদি প্রাক্তন ক্রিকেটারদের কাশ্মীরে খেলার অনুমতি দেয়, তাহলে ওই ক্রিকেটারদের আর ভারতে প্রবেশ করতে দেয়া হবে না।’ তাদের এই টুইটের পর থেকেই ক্রিকেট দুনিয়ায় দেখা দিয়েছে তীব্র বিতর্ক।

কী এই কাশ্মীর প্রিমিয়ার লিগ?
এই লিগটির আয়োজক পাকিস্তানের রাজনীতিবিদ শায়রিয়র খান আফ্রিদি। এতে অংশ নেয়ার কথা ওভারসিজ ওয়ারিয়র্স, মুজফফরাবাদ টাইগারস, রাওয়ালকোট হকস, বাঘ স্টালিয়নস, মিরপুর রয়্যালস এবং কোটলি লায়নস।

ইমাদ ওয়াসিম, শাহিদ আফ্রিদি, শাদাব খান, শোয়েব মালিক ও কামরান আকমল ছয়টি দলকে এই ছয়জন ক্রিকেটার নেতৃত্ব দেবেন। এতে অংশ নেয়ার কথা বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারদেরও। খেলাগুলো হবে মুজফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে। সূত্র : সংবাদ প্রতিদিন এবং নয়া দিগন্ত

এছাড়া আরো একটি নিয়ম রয়েছে। প্রত্যেক দলে পাক অধিকৃত কাশ্মীর থেকে পাঁচজন করে ক্রিকেটারও থাকবে বলে জানা গেছে। যদিও গিবস বা লতিফের এই অভিযোগ নিয়ে এখনো মুখ খোলেনি পাক
ক্রিকেট বোর্ড।

 

LEAVE A REPLY