নিজস্ব প্রতিবেদক ভোলা নিউজ ২৪ ডট কম
বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা হরিণ ঘাটা খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ টি হরিণের চামড়া ও ১০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। পরে জব্দকৃত হরিণের চামড়া ও মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল রবিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০ টার এ ঘটনা ঘটে। এসময় জরিতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া কাউকে আটক করা যায়নি।
আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি (বিএন) এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড।