ভোলা নিউজ২৪ডটকম।। পেমেন্ট করে অর্ডার দেওয়ার পরও পণ্য না দিয়ে গ্রাহকদের গেটওয়েতে আটকে থাকা অর্থ ফেরত (রিফান্ড) চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বেসরকারি সংগঠন সিসিএসের পক্ষে সরকার ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং গেটওয়ে প্রতিষ্ঠান বরাবরে রোববার (১৭ অক্টোবর) পৃথক নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সাবরিনা জেরিন।
একটি নোটিশ দেওয়া হয়েছে বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট গেটওয়ে এসএসএল ওয়্যারলেস, ফোস্টার পে এবং সূর্য পে নামক প্রতিষ্ঠানকে। এটিতে সাত দিনের মধ্যে অর্থ ফেরতের কথা বলা হয়েছে।
অপরটি দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিওটিও এর পরিচালককে।
নোটিশে ৩৪৮ গ্রাহকের কোটি টাকা ফেরতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে এবং অর্থ ফেরতে প্রয়োজনীয় গাইডলাইন/নীতিমালা করতে বলা হয়েছে।
অন্যথায় আইনগত কার্যক্রম নেওয়ার কথা বলা হয়েছে।