অয়ন চৌধুরী/ভোলা নিউজ ২৪ ডটনেট!! ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ভোলা পাকহানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল চাপের ফলে পাকবাহিনী কোনঠাসা হয়ে পড়ে। নিজেদের জীবন বাঁচাতে ১০ ডিসেম্বর পাকহানাদার বাহিনী ভোলা ত্যাগ করে। তাদের চলে যাবার সাথে সাথে ভোলা সম্পূর্ণরুপে পাকহানাদার মুক্ত হয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধারা আশপাশ থেকে শহরে প্রবেশ করে শহরের ওয়াপদা পাওয়ার হাউজ এবং পরবর্তীতে জেলা সরকারি বালক বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্প স্থাপন করে। ১৬ ডিসেম্বর সমগ্র বাংলাদেশ স্বাধীন হলেও ভোলা স্বাধীন হয় ১০ ডিসেম্বর। আজ ভোলা হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।