আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক: তোফায়েল

0
416

ভোলা নিউজ ২৪ ডটনেট : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে।’ তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা স্বচ্ছ এবং যোগ্য।’

আজ শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় পারটেক্স গ্রুপের একটি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকে, তবে অর্থনীতি এগিয়ে যাবে। ২০১৩ সালে গোলযোগ সৃষ্টি করেছিল, একটি দলের নেতৃত্বে। ২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য মানুষ খুন করেছে, পেট্রলবোমা মেরেছে।’

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘নিষ্পাপ শিশুদেরও হত্যা করেছে। যারা করেছে তাদের লাভ হয়নি। ২০১৪-১৫ সালে ৯৩দিন হরতাল এবং অবরোধের নামে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল। কোনো লাভ হয়নি।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সেই বিএনপি এখন উপলব্ধি করেছে রাজপথে হানাহানি, হত্যা, খুন,, আগুন এগুলো কাজে লাগে না।’ তিনি আরো বলেন, ‘তাঁদের উচিত হবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া।’

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান, পারটেক্স গ্রুপের চেয়ারম্যন এম এ হাশেম ও চেয়ারপারসন সুলতানা হাসেম।

LEAVE A REPLY