
এদিন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা জানান, নিট বিদ্যুৎ বিতরণ খরচের কথা মাথায় রেখে বিতরণ সংস্থাগুলোর খুচরা মূল্যহার ভারিত গড়ে ০.৩৫ টাকা/কি.ও.ঘ বৃদ্ধি করা হয়েছে। এ বৃদ্ধির হার ভারিত গড়ে ৫.৩ শতাংশ।তবে বিদ্যুতের ন্যূনতম চার্জ প্রত্যাহার করা হয়েছে। ফলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) প্রায় ৬০ লাখ (মোট গ্রাহকের ২৫ শতাংশ) লাইফ-লাইন গ্রাহকের জন্য খুচরা বিদ্যুৎ মূল্যহার অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রে সারাদেশে ৩৮ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়বে না। এছাড়া বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।