সংসদে প্রধানমন্ত্রী বললেন মাদকের গডফাদারদের মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে

0
284

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকের গডফাদারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে শিগগিরই নতুন আইন করা হচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতাকারী ও মাদকের গডফাদারসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ প্রণয়ন করা হচ্ছে। তিনি জানান, এ আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হবে। তাছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচারের জন্য আলাদা আদালত গঠনের পরিকল্পনাও রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাদকদ্রব্য ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে সরকার সব সময় কঠোর অবস্থানে। আর চলমান মাদকবিরোধী কার্যক্রমে, মাদকদ্রব্য চোরাচালান ও এর ব্যবহার বন্ধ করে যুবসমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY