ভোলায় বিকাশে প্রতারিত শিক্ষার্থীর আত্মহত্যা! 

0
402
ইয়াছিনুল ঈমন, ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলায় বিকাশের মাধ্যমে প্রতারিত হয়ে রমজান আলী (১৬) নামের এক এসএসসি ফলপ্রার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার পূর্ব ইলিশা ২ নং ওয়ার্ডে এ আত্মহত্যার ঘটনা ঘটে। রমজান আলী একই এলাকার শাজজানের ছেলে। বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোক্তার হোসেন জানান, সোমবার রাতে একই এলাকার ব্যারিস্টার কাচারী বাজারের বিকাশের এজেন্ট রিজিয়া স্টোর এর মালিক মাকছুদুর রহমান তার ছোট ভাই এসএসসি ফলপ্রার্থী রমজান আলী কে দোকানে বসিয়ে বাহিরে যান। এরই মধ্যে রমজান আলীকে ফোন করে ঐ বিকাশের স্টাফ পরিচয়দানকারী প্রতারক চক্রের সদস্যরা বলেন, তোমার পিন নম্বরটা বলো আমি বিকাশ অফিস থেকে বলছি, কিছু না বুঝে সহজ সরল রমজান বলে পিন নম্বরটি। ৫ মিনিটের মধ্যে ৩১ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্র।  তার কিছুক্ষণ পর দোকানে এসে বড় ভাই মাকছুদুর রহমান একটু রাগ বকাঝকা করলে কষ্টে অভিমানে মঙ্গলবার রাতে বাড়ীর বাগানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রমজান।
উল্লেখ্য, ভোলায় বিকাশের মাধ্যমে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে

LEAVE A REPLY