লালমোহনে মা-মেয়েকে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন

0
686

লালমোহন প্রতিনিধি॥
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চর ছকিনা গ্রামে প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী ফজিল ও তার মেয়ে খাদিজাকে গাছের সাথে বেঁধে শারীরিক নির্যাতন করে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করেছে ফজিলতের ভাসুর আলী মিয়া হাওলাদার, কালাম, সহিদুল, আকবর, রোকসানা, ফজিলত, তাছলিমা সহ ১০/১২ জনের ক্যাডার বাহিনী। এ সময় ক্যাডাররা ফজিলতের ঘরে থাকা স্বর্ণালংকার ও মালামাল লুট-পাট করেছে বলেও অভিযোগ করেন ফজিলত।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ৩টার দিকে। এঘটনার পর স্থানীয়রা অজ্ঞান অবস্থায় গুরুতর আহত ফজিলত ও তার মেয়ে খাদিজাকে ভ্যান গাড়ী দিয়ে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ফজিলত জানান, উপজেলার কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তার স্বামী নুর ইসলামের সাথে বিয়ের পর থেকে সুখে শান্তিতে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে তার স্বামী নুর ইসলাম বিদেশ থাকেন। প্রায় ২০ বছর পুর্বে পুরান বাড়ী থেকে বেড় হয়ে তারা ধানী জমিতে নতুন বাড়ী তৈরী করে সেখানে বসবাস করছেন। হঠাৎ করে তার ভাসুর আলী মিয়া হাং সহ অন্যান্য ব্যক্তিরা ওই বাড়ীর দিকে লোভ করেন। নূর ইসলাম বিদেশ থাকায় ঘরে একা পেয়ে ঘটনারদিন রাতে নূর ইসলামের স্ত্রী ফজিলত ও তার মেয়ে খাদিজাকে গাছের সাথে বেধেঁ শারীরিক নির্যাতন করে তাদের জায়গাতে জোরপূর্বক ঘর উত্তোলন করে আলী মিয়া গংরা। এঘটনায় লালমোহন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত ফজিলত। এই বিষয় লালমোহন থানার ওসি বলেন,এঘটনায় কোন আভিযোগ পাওয়া যায়নি। তবে শুনেছি। এটা আপন ভাইয়ের মধ্যের ঘটনা।

LEAVE A REPLY