নোমান সিকদার,চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশনে নিজের গড়া শিশু পার্ক এবং জ্যাকব টাওয়ারে দর্শনার্থীর বেশে প্রবেশ করলেন পরিবশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় কাউন্টার থেকে টিকেট কেটে সঙ্গীদের নিয়ে প্রথমে শিশু পার্ক এবং পরে জ্যাকব টাওয়ার দর্শন করেন তিনি।
চরফ্যাশন পৌর সদরের ফ্যাশন স্কয়ারের দক্ষিণপ্রান্ত লাগোয়া জ্যাকব টাওয়ার । দক্ষিণ এশিয়ার সুউচ্চ এই টাওয়ার গত ২৪ জানুয়ারী উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। ফ্যাশন স্কয়ারের উত্তর প্রান্ত লাগোয়া শিশুপার্ক পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে গত ১৩ ফেব্রুয়ারী। চরফ্যাশন পৌরসভা নির্মিত এই দু’টি স্থাপনাকে ঘিরে প্রতিদিন শতশত দর্শনার্থীর ভীর বেড়েছে চরফ্যাশন সদরের ফ্যাশন স্কয়ারে। দর্শনার্থীদের উৎসাহ দিতে শুক্রবার পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি নির্ধারিত কাউন্টার থেকে টিকেট কেটে সঙ্গীদের নিয়ে স্থাপনা দু’টিতে প্রবেশ করেন। এসময় পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপ-মন্ত্রীর সাথে ছিলেন।













