দুই কোটি টাকার জাল,মাছ জব্দ করেছে ভোলার কোস্টগার্ড

0
701

রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ ২৪ ডটনেট ॥ ভোলার কোস্টগার্ড সদস্যরা যাত্রীবাহি লঞ্চসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোয়া দুই কোটি টাকার জাল ও মাছ জব্দ করেছে। পরে তা ইতিমদের মাঝে বিতরন করা হয়। জাল পুড়ে ধ্বংস করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালায়। তারা অভিযান চলাকালিন সময়ে ভোলার মেঘনা নদীর গাজীপুর চর এলাকায় ফারহান-৫ এবং তাসরিফ-৪ লঞ্চ তল্লাশী করে। এসময় ঐ লঞ্চ থেকে আনুমানিক ১০মণ জাটকা জব্দ করা হয়। এছাড়াও স্টেশান রাবনাবাদ গলাচিপা ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং এমভি সাত্তার লঞ্চ থেকে আনুমানিক ৩০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাল ও জাটকার মূল্য আনুমানিক দুই কোটি সতের লক্ষ সত্তর হাজার। পরবর্তীতে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।এছাড়া জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশের ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড বাহিনী, দক্ষিণ জোনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্টগার্ড জানান।

LEAVE A REPLY