প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বম্বে সুইটস

0
394

গত ০৬ ডিসেম্বর ‘বম্বে সুইটস এর প্যাকেটে মিলল ইদূরের ফ্রাই!’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বম্বে সুইটস কর্তৃপক্ষ। গত ১৭ ডিসেম্বরে প্রাপ্ত এ প্রতিবাদে বম্বে সুইটস এর পক্ষ থেকে দৃঢ়ভাবে প্রতিবাদ জানিয়ে বলা হয়, “বম্বে সুইটস সব সময় স্বাস্থ্যসম্মত উপায়ে গুণগতমানের পণ্য উৎপাদন করে এবং প্যাকিং এর পূর্বে জার্মান টেকনোলজি অল মেটালস সেপারেটর ব্যবহার করে, ফলে পণ্য ছাড়া অন্য কিছু প্যাকেটের ভিতর প্রবেশ করা সম্ভব নয়।”

LEAVE A REPLY