ভোলা নিউজ ২৪ডটনের : গুগল সার্চ ট্রেন্ডে সবাইকে টপকে ২০১৭ সালে উপরে উঠে এসেছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা নূর এবং তার বয়ফ্রেন্ডের বিষয়ে খোঁজ নিতে এপ্রিলের ২ তারিখ থেকে গুগলে সার্চ করা শুরু করে বাংলাদেশের মানুষ। এখন পর্যন্ত সেই সার্চ চলছে। আর এ কারণে গুগল সার্চে বাংলাদেশের ‘ট্রেন্ডি পিউপিল’ সাবিলা নূর।
সাবিলা নূরের পরেই এই তালিকায় রয়েছের মিয়া খলিফা। তার বিষয়ে অবশ্য সারা বছরই গুগলে সার্চ করে যাচ্ছে বাংলাদেশিরা। তার পরের দুটি অবস্থানে তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া বিপিএল টুর্নামেন্টের সুবাদে ‘ট্রেন্ডি টপ ফাইভ’-এ স্থান হয়েছে জাতীয় দলের দুই খেলোয়াড়ের।
টপ ফাইভে থাকা অপরজনের নাম মোশারফ করিম। বছর ব্যাপী তার জনপ্রিয় নাটকগুলো গুগলে সার্চ করেছে বাংলাদেশের মানুষ।
‘ট্রেন্ডি পিউপিল’ টপ টেনের মধ্যে থাকা অন্যরা হলেন- মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব পেয়েও হারানো জান্নাতুল নাইম এভ্রিল, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ইউটিউবার তৌহিদ আফ্রিদি, বাংলা সিনেমার অভিনেত্রী শবনম বুবলি এবং পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।
২০১৬ সালে গুগলে বাংলাদেশর টপ সার্চে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার মেয়ে মেলেনিয়া ট্রাম্প এবং হিলারি ক্লিনটন।