স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ ২৪ ডট নেট ॥ ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নে ব্যাপক ভূল থাকার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের তোপের মুখে পরবর্তীতে প্রশ্ন সংশোধন করে পরীক্ষা নেওয়া হয়। সোমবার ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর গণিত প্রশ্নে কারিকুলাম অনুযায়ী ৭০ নম্বরের রিটেন পরীক্ষায় ১১টি প্রশ্ন থাকবে। যার ভিতর থেকে শিক্ষার্থীরা প্রতিটি প্রশ্নে ১০ মার্ক করে যে কোন ৭টি প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু সোমবার চলা নবম শ্রেণীর গণিত পরীক্ষায় ১১টি প্রশ্নের স্থলে মাত্র ৮টি প্রশ্ন ছিলো। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে প্রধান শিক্ষক শঙ্কর কুমার প্রশ্নপত্র সংশোধন করে আরও ৩টি প্রশ্ন সংযোজন করে। একই পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে ৩০ নম্বরের পরীক্ষায় ৪টি প্রশ্ন ভূল ছিলো বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে শিক্ষার্থীদের অভিযোগ প্রশ্ন শিক্ষক শঙ্কর কুমার পালের স্বেচ্ছাচারিতার কারনে এ ঘটনা ঘটেছে। যেখানে স্কুলের নিয়মিত গণিত শিক্ষক মাহাবুবুর রহমান সহ বিজ্ঞান বিভাগের বেশ কয়েকজন অভিজ্ঞ শিক্ষক থাকা সত্ত্বেও জালাল উদ্দিন মাসুম নামে একজন অনভিজ্ঞ অতিথি শিক্ষককের মাধ্যমে প্রশ্ন তৈরি করা হয়! যেখানে জালাল উদ্দিন মাসুম মাত্র ২ মাস হয়েছে অতিথি শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগদান করেন। ৯ম শ্রেণীর মত ক্লাসে কেনো অতিথি শিক্ষকদ্বারা গণিত ক্লাশ করা হবে এবং প্রশ্নপত্র প্রনয়ন করা হবে এই ব্যাপারের অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অভিভাবকরা।