ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে সুন্দরবন-ইন্ট্রাকো চুক্তি বাতিলের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোলা বাংলাস্কুল মাঠে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন’ এর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিদ্রুত ভোলাবাসীর এই দাবী বাস্তবায়ন না হলে ডিসেম্বরে বৃহৎ আন্দোলনের ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ভোলার গ্যাস ভোলাসহ দক্ষিণাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে। প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি ভোলা-বরিশাল ব্রীজ বাস্তবায়ন করতে হবে। ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, শিল্প কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দক্ষিণাঞ্চলের ২১টি জেলায় গ্যাসের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
ঘরে ঘরে গ্যাস চাই শিল্প কারখানা চাই এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটি ভোলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান।
নিরাপদ সড়ক চাই এর ভোলা জেলা আহ্বায়ক সোলায়মান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের কেন্দ্রীয় আহবায়ক মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, গোপালগঞ্জ প্রতিনিধি অধ্যক্ষ
মোশায়েদ হোসেন ঢালী, আন্দোলনের ফরিদপুর প্রতিনিধি সজল বাড়ৈ, ওবায়দুল হক মহাবিদ্যালয় এর শিক্ষক কামরুল হাসান, শিক্ষক প্রতিনিধি গোলাম মাহমুদ, এডভোকেট মোস্তাফিজুর রহমান, আন্দোলনের পটুয়াখালীর প্রতিনিধি এডভোকেট জহিরুল আলম সবুজ, বরিশাল মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী ইয়ামিন হাওলাদার প্রমুখ। সমাবেশে বিভিন্ন সুধী ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ইন্ট্রাকো স্থাপনা ঘেড়াও কর্মসূচীতে অংশ নিলে পুলিশ সমাবেশস্থল মাঠের গেইট বন্ধ করে দেয়। পরে বিক্ষোভকারীরা পুলিশের বাঁধার মুখে অবস্থান কর্মসূচী পালন করে। তারা বিভিন্ন শ্লোগান দিয়ে পরবর্তী আন্দোলনের ঘোষনা দেয়। নভেম্বরের মধ্যে ইন্ট্রাকো চুক্তি বাতিল না করলে ডিসেম্বরে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন।