ঢাকার সামনে রংপুরের ১৪২ রানের মাঝারি সংগ্রহ

0
311

ভোলা নিউজ ২৪ ডটনেট : ক্রিস গেইল যতক্ষণ টিকে ছিলেন মনে হচ্ছিল বড় স্কোরই গড়তে যাচ্ছে রংপুর রাইডার্স। তবে ক্যারিবীয় এই হার্ডহিটার ফিরে যেতেই ব্যাটিংয়ে হতশ্রী চেহারাটা ফিরে এলো রংপুর রাইডার্সের। বিপিএলের দ্বিতীয় পবেূর শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে খুব বেশি রানের লক্ষ্য দিতে পারেনি মাশরাফি বিন মুতর্জার দল। গেইলের হাফ সেঞ্চুরি সত্ত্বেও ১৪২ রানে শেষ হয়েছে রংপুরের ইনিংস।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল রংপুরের। গেইলের দানবীয় ব্যাটিংয়ে ৪ ওভারেই ৩৬ রান তুলে নেয় দলটি। পঞ্চম ওভারের প্রথম বলে ম্যাককালামকে ফেরান শহীদ আফ্রিদি। তবে মারকুটে ব্যাটিং করে আসরে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন গেইল।

২৮ বলে পাঁচটি চার ও চারটি ছয়ে ৫১ রান করে গেইল ফিরে যাওয়ার পরই স্থবির হয়ে পরে রংপুরের স্কোরবোর্ড। মাশরাফি অবশ্য চেষ্টা করেছিলেন তবে ১১ বলে ১৫ রানের বেশি করতে পারেননি অধিনায়ক। এরপর রবি বোপারা, থিসারা পেরেরারা রানের চাকা সচল করতে না পারায় ১৪২ রানেই থেমে যায় রংপুরের ইনিংস।

ঢাকার সাকিব আল হাসান নেন পাঁচ ও আফ্রিদি নেন দুটি উইকেট।

এবারের আসরে দারুণ ছন্দে রয়েছে ঢাকা ডায়নামাইটস। সাত ম্যাচের চারটিতেই জিতেছে সাকিব আল হাসানের দল। অন্যদিকে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স কিছুটা চাপে রয়েছে। পাঁচ ম্যাচে মাশরাফিদের জয় দুটিতে।

টস জিতে সাকিব আল হাসান মাশরাফির রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান।

গত ম্যাচে সিলেট সিক্সার্সকে হারিয়ে ছন্দ খুঁজে পেয়েছে রংপুর রাইডার্স। রান পেয়েছেন ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামরা। যেটি মাশরাফির জন্য দারুণ খবর। এ ছাড়া বোলিং ডিপার্টমেন্টেও দারুণ ছন্দে রয়েছে দেশের সর্ব উত্তরের ফ্র্যাঞ্চাইজিটি।

গত ম্যাচে ঢাকা অবশ্য হেরে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। তাই আজকের ম্যাচটা জিতে আবারও জয়ে ফিরতে চান সাকিব আল হাসানরা।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, জহুরুল ইসলাম, সুনীল নারাইন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, কাইরন পোলার্ড, আবু হায়দার রনি ও মোহাম্মদ আমির।

রংপুর রাইডার্স একাদশ : ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম,  শাহরিয়ার নাফীস, রবি বোপারা, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরা।

LEAVE A REPLY