ভোলায় ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সহ ব্যবস্থাপনা কাউন্সিল অনুষ্ঠিত

0
449

ইয়াছিনুল ঈমন,ভোলা:ভোলা নিউজ ২৪ ডটনেট  ভোলায় ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সদর উপজেলায় সহ-ব্যবস্থাপনা কাউন্সিল গঠন ও সভা অনুষ্ঠি হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভোলা মৎস্য বিভাগ ও কোস্টট্রাস্টেও আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকোফিস প্রকল্প ম্যানেজার ডা. নাহিদুল জামান, ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ইকোফিস প্রকল্পে রিসার্চ এসোসিয়েট ইফতেখারুল ইসলাম।
এসময় বক্তারা, ভোলায় ইলিশরে উৎপাদন বাড়াতে নদী থেকে অবৈধ জাল অপসারনসহ জেলেদের বরাদ্ধকৃত চাল সঠিক নিয়মে দেয়া ও ভূয়া জেলেদের নিবন্ধন কার্ড বাতিল করার দাবী জানান।
অনুষ্ঠানে জেলে, মৎস্য জীবি ও জেলেদের স্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সন্চালনা করেন কোস্ট ট্রাস্টের সোহেল মাহমুদ।

LEAVE A REPLY