মাছের ঘের থেকে অজগর উদ্ধার

0
77

ভোলা নিউজ২৪ডটকম।। বাগেরহাটের শরণখোলায় একটি মাছের ঘের থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘের থেকে সাপটি উদ্ধার করে স্থানীয়রা।পরে রাতে বন বিভাগের সহায়তায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আদেবদীন বলেন, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘেরের জালে একটি অজগর সাপ আটকা পড়ে।পরে স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সি পি জি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) ও টাইগার টীমের সদস্যরা সাপটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। পরে আমরা অজগরটিকে শরণখোলা স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করেছি।অজগরটি ১৫ ফুট লম্বা ও ওজন ছিল ২৫ কেজি।তিনি আরও বলেন, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায়  খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায়ই গ্রামে চলে আসে।গত ১ বছরে কমপক্ষে ৭০টি অজগর গ্রাম থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY