ভোলায় ব্যাংকের হাটে মাস্ক না পরায় ৩৭ জনের জরিমানা,পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

ভোলায় ব্যাংকের হাটে মাস্ক না পরায় ৩৭ জনের জরিমানা,পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

0
36

ভোলা নিউজ২৪ডটকম।।করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বুধবার (৩১মার্চ)ভোলা সদরের ব্যাংকের হাট বাজারে স্বাস্থ্য বিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইলে কোর্ট পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান।সে সময় তিনি ৩৭ টি মামলায় মোট ৮৩০০ টাকা জরিমানা করে এবং পথচারীদের কে মাস্ক বিতরণ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান

ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান বলেন,করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করার জন্যই আমরা এ অভিযান পরিচালনা করেছি।এছাড়াও মাস্ক বিহীন জনসাধারণের মাঝে  প্রায় ৪ শ মাস্ক বিতরণ করেছি।এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জানা যায়,করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ার কারনে প্রধানমন্ত্রীন কার্যলয়েন ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে  ভোলার নাবাগত জেলা প্রশাসক  মো: তৌফিক-ই-লাহী চৌধুরী নেতৃত্বে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে মাস্ক বিহীন জনসাধারনকে জরিমানা আদায় করা হয়। এ সময় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY