করোনাকালে প্রায় ১০ লাখ নারীর ওমরাহ পালন

0
82

করোনাকালের সীমিত পর্যায়ে ওমরাহ চালু হওয়ার দুই মাসে প্রায় ১০ লাখ নারী ওমরাহ পালন করেছেন এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ইবাদত পালনে এসেছেন। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের নারী উন্নয়ন বিভাগ এ খবর জানিয়েছে।নারী বিষয়ক প্রশাসনিক উপ-সহকারি প্রধান ড. কেমেলিয়া বিনতে মুহাম্মাদ আল দাদি জানিয়েছেন, গত ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ওমরাহ চালুর প্রথম ধাপে ২৬ হাজার ২০৯ জন নারী ওমরাহ পালন করেছেন।

 

এরপর গত ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপ এবং ১ নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে এখন পর্যন্ত তিন লাখ ২৬ হাজার ৬০৩ জন ওমরাহ পালন করেছেন। তাছাড়া এ সময়ে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে

ইবাদতের জন্য এসেছেন ছয় লাখ ৬৯ হাজার ৮১৮ জন।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর থেকে করোনারোধে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে ওমরাহ পালন শুরু হয়েছে। এরপর মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতেও নামাজ আদায় শুরু হয়েছে। সৌদিতে স্বাস্থ্যবিধি পালন করে করোনা সনাক্তের হার এখন ক্রমহ্রাসমান। তাছাড়া সুস্বাস্থ্য নিরাপত্তায় সবাইকে করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

LEAVE A REPLY