ইয়ামিন হোসেন,ভোলা নিউজ ২৪ ডটনেট: বৈরী আবহাওয়া বিরাজ করায় ভোলা লক্ষ্মীপুর এপার ওপার ঘাটে প্রায় ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। এদের মধ্যে পণ্যবাহী ট্রাক, ও কাভার্ট ভ্যান, ছোট গাড়ির সংখ্যাই বেশি। তবে যাত্রীবাহি বাসে থাকা যাত্রীরা পরেছে চরম ভোগান্তিতে। শনিবার (২১ অক্টোবর) সর জমিনে ইলিশা ফেরিঘাটে গিয়ে দেখা যায় যাত্রীবাহী বাসে থাকা মহিলা যাত্রী পরেছে চরম ভোগান্তিতে। যাত্রীরা জানান ইলিশা ফেরিঘাটে ১টি টয়লেট না থাকায় তারা চরম দুর্ভোগ পোহাতে হয় এবং ফেরি প্লটন রয়েছে জোয়ারের পানিতে ডুবে। নদীতে রয়েছে চরম ঢেউ। এ বিষয়ে ভোলা লক্ষ্মীপুর ফেরি সার্ভিসের দায়িত্ব থাকা শিহাব উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।