নতুন জামাই বাড়ি যাওয়া হলোনা আমেনা বেগমের

0
526

ইয়ামিন হোসেন,ভোলা নিউজ ২৪ ডটনেট : এক দিনের দুর্ঘটনা সারা জীবনের কান্না। কিন্তু কিছু অদক্ষ্য ড্রাইভার আর হেলপারের কারনেই ঘটে এসব দুর্ঘটনা। এমনটাই বললেন, দুর্ঘটনার কবলে পরা আহত যাত্রীরা। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার পূর্ব মাদ্রাজ গ্রামের শাহাজান ও আমেনা দাম্পত্তির মেয়ে সুফিয়া বেগমকে বিয়ে দেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮ টায় চরফ্যাশন থেকে ভোলাগামী (বাকেরগঞ্জ-ব-৭২) মুসাফির পরিবহনে উঠেন। উদ্দেশ্য ভোলা হয়ে মেহেন্দিগঞ্জ নতুন জামাই বাড়ি যাবেন আমেনা বেগম। সাথে স্বামী শাজাহান, মেয়ে সুফিয়া বেগম এবং নতুন জামাই রাজিব ও নাতনী ইমা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মুসাফির পরিবহনটি দৌলতখান বাংলাবাজার দক্ষিন পাশে আসলে হঠাৎ বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনা স্থলে মারা যায় আমেনা বেগম। আহত হয তার স্বামী শাজাহান, মেয়ে সুফিয়া বেগম, নতুন জামাই রাজিব, নাতিনী ইমা ও অন্যান্য যাত্রীসহ প্রায় ৫০ জন। ভোলা সদর হাসপাতালে এই সড়ক দুর্ঘটনা নিউজ করতে গিয়ে এই প্রতিবেদক দেখেন একটি পরিবারের ভাগ্যের কি পরিহাস এটাই কি ছিল শাজাহান আমেনার দম্পত্তি পরিবারে মেয়ের শশুর বাড়ি যাওয়ার আগেই চিরদিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে। হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে নিহত আমেনার স্বামী শাজাহান, নাতনী ইমা,মেয়ে সুফিয়া জামাই রাজিব। তার পরেও চোখের সামনে মায়ের মৃত্যু দেখলেন মেয়ে, স্ত্রীর মৃত্যু দেখলেন স্বামী, শাশুরির মৃত্যু দেখলেন জামাই, পাঁচ বছরের নাতিনী দেখলো দাদীর করুন মৃত্যু। এই কষ্ট আর শোক কবে মুছবে এদের হৃদয় থেকে?

LEAVE A REPLY