রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটকম।। প্রধানমন্ত্রীর নির্দেশ দ্বীপ জেলা ভোলায় শিগগিরই পিসিআর ল্যাব স্থাপিত হতে যাচ্ছে।
একইসঙ্গে জেলার ২৫০ শয্যার হাসপাতালে ১০টি আইসিইউ বেড ও উপজেলা হাসপাতালে ৫টি করে বেড দেয়া হবে। ভোলায় তিনদিনের সফরে গিয়ে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের ঘোষণা দেন, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ও সচিব আবুল কালাম আজাদ।
পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ও সচিব আবুল কালাম আজাদ ভোলা নিউজ২৪ডটকম কে জানান, ভোলা বিচ্ছিন্ন ও দুর্গম এলাকা হওয়ায় সেখানে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরআগে প্রধানমন্ত্রীর নির্দেশে গত শনিবার তিনদিনের সফরে আসেন সচিব আবুল কালাম আজাদ। সফরে তিনি কোভিড-১৯ দুর্যোগকালীন স্বাস্থ্য ও ত্রাণ বিতরণ বিষয়ে তদারকি করেন।